Swasthya Sathi Form

swasthya sathi form pdf download | স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড পিডিএফ । swasthyasathi application form download pdf |

west bengal swasthyasathi card form : চিকিৎসা ক্ষেত্রে সরকারি সহায়তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন ” স্বাস্থ্যসাথী প্রকল্প ” । এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারকে স্বাস্থ্য সাথী কার্ড রাজ সরকার দিয়ে থাকে , যার মধ্যে যে কোনো চিগিৎসার জন্য বিনামূল্যে এই কার্ড ব্যবহার করে বিভিন্ন রোগের চিগিৎসা করতে পারবে ।

আজকে এই পোস্ট এ আমরা স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড পিডিএফ টি আপনাদের মাঝে তুলে ধরবো।

Swasthya Sathi Form 2022 PDF – স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড

PDF NameSwasthya Sathi Form 2022 – স্বাস্থ্য সাথী ফর্ম
Size8.61 MB
No. of Page4 page
langualgeBengali
Source / Creditsswasthyasathi.gov.in

স্বাস্থ্য সাথী ফর্ম এ /বি /সি /ডি – Swasthya Sathi Form A, B, C, D

স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করার মোট ৪ টি ফর্ম রয়েছে । প্রত্যেক ফর্মের আলাদা আলাদা কাজ রয়েছে । চলুন জানা যাক কোন ফর্ম এর কি প্রয়োজন ।

Swasthya Sathi Form A – application for name adding

স্বাস্থ্য সাথী ফর্ম এ হল – নতুন করে নাম যুক্ত করার জন্য ফর্ম এ দ্বারা আবেদন করতে হবে । অর্থাৎ আপনার পরিবারের মধ্যে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে এবং এখন আপনার পরিবারের যদি কোনো সদস্য জন্মায় বা যদি কারো নাম সংযুক্ত করতে চান সেক্ষেত্রে Swasthya Sathi Form A দ্বারা আবেদন করতে হবে ।

swasthya sathi form

Swasthya Sathi Form B – Application for Enrollement

স্বাস্থ্যসাথী ফর্ম বি : Swasthya Sathi Form B দ্বারা নতুন করে যারা এই কার্ড বানাতে চান , তাদেরকে ফর্ম বি দ্বারা আবেদন করতে হবে । অর্থাৎ এখন অবধি যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয় নাই এবং এই কার্ডের জন্য আবেদন করতে চান তাদেরকে এই ফর্ম দ্বারা আবেদন করতে হবে ।

Swasthya Sathi Form C – Application for name correction

যদি করা স্বাস্থ্যসাথী কার্ডে না ভুল থাকে সেক্ষেত্রে নাম ঠিক করার জন্য “স্বাস্থ্যসাথী ফর্ম সি” দ্বারা আবেদন করতে হবে । অর্থাৎ যদি কোনো পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল থাকে তাহলে Swasthya Sathi Form C দ্বারা ওই সদস্যের সঠিক নাম এবং সঙ্গে আঁধার কার্ড ও রেশন কার্ড দিয়ে এপ্লিকেশন করতে হবে ।

Swasthya Sathi Form D – Application for name Deletion

স্বাস্থ্যসাথী কার্ড থেকে যদি কোনো সদস্যের নাম সরাতে চান তাহলে “স্বাস্থ্যসাথী ফর্ম ডি “ দ্বারা এপ্লিকেশন করতে হবে । যখন কোনো পরিবারের কেউ মারা যান বা পরিবারের সদস্যরা আলাদা আলাদা পরিবারে রূপান্তরিত হতে হয়।, তখন এই ফর্ম ডি দ্বারা এই কাজ করা সম্ভব ।

নিচে আমরা স্বাস্থ্যসাথী ফর্ম ( ফর্ম এ / ফর্ম বি / ফর্ম সি / ফর্ম ডি ) ডাউনলোড লিংক দেয়া হলো :

স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড – Swasthya Sathi Form Download

স্বাস্থ্য সাথী ফর্মকোন কাজফর্ম পিডিএফ
স্বাস্থ্য সাথী ফর্ম এ স্বাস্থ্যসাথী কার্ড এ নতুন সদস্যের নাম যোগ Form A
স্বাস্থ্য সাথী ফর্ম বি স্বাস্থ্যসাথী কার্ড এর জন্য আবেদন ফর্ম Form B
স্বাস্থ্য সাথী ফর্ম সি স্বাস্থ্যসাথী কার্ড এ নাম সংশোধন Form C
স্বাস্থ্য সাথী ফর্ম ডি স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাম সরানো বা মুছে ফেলা Form D

স্বাস্থ্য সাথী কার্ড আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের সমস্ত পরিবার হেল্থ সুরক্ষার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন । আজকে চলুন জানি যাদের এখনো বোধি স্বাস্থ্যসাথী কার্ড হয়নাই তারা কিভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন ।

স্টেপ ১) Swasthya Sathi Form Download করে বের করে নিন ।

স্টেপ ১) তারপর ওই ফরমটি সঠিক ভাবের পুরুন করুন । আপনার পরিবারের প্রত্যেকের নাম ও বিভিন্ন তথ্য দ্বারা ।

স্টেপ ১) ফরমটি সাথী ভাবে লেকের পর আপনার প্রতিটি সদস্যের ডকুমেন্টস গুলি সেরোক্স করে সঙ্গে জুড়ে দিন ফর্মটির ।

স্টেপ ১) এবারে ফরমটি জমা করুন দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসিয়ে গিয়ে ।

স্টেপ ১) এর পর কিছুদিন গেলে আপনাকে ফোন করা হবে, সাস্থ্যসাথী কার্ডের জন্য ফটো তোলার ।

স্টেপ ১) ফটো তোলার সময় আপনার পরিবারের সকলেরই যেতে হবে , এক সাথে ফটো তোলার কাজ হয় । আপনার পরিবারের যে কোনো একজন মহিলা এই কার্ডের প্রধান হবেন ।

স্বাস্থ্য সাথী কার্ড আবেদন এর জন্য কি কি লাগবে ?

  • প্রত্যেকের আধার কার্ড।
  • প্রত্যেকের রেশন কার্ড নম্বর ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *