বাংলা সাহিত্যের ছোটগল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে করা হলো ।

ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য গুলি লেখ? ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো| ছোটগল্প সংজ্ঞা। ছোটগল্পের তত্ত্ব pdf |

Definition and features of Bengali Short Stories in Bengali Literature, discourse.

ছোটগল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা

✅️ ছোটগল্প একদিকে যেমন নতুন অপরদিকে তেমনি পুরাতন। ইতালি, ইংরেজি, সংস্কৃত সাহিত্যে ছোটগল্পে নিদর্শন লক্ষ করা যায়। তবে আধুনিক বাংলা ছোটগল্প একপ্রকার নতুন রুপ। আধুনিক ছোটগল্প লেখক এর বিষয়বস্তু, চরিত্র সৃষ্টি, কথোপকথন, পরিবেশ সৃষ্টি প্রত্যেকটি বিষয় সম্বন্ধে একান্তভাবে আত্মসচেতন।

ছোট গল্প বলতে কী বোঝায় বা ছোটগল্পের সংজ্ঞা, ছোটগল্পের বৈশিষ্ট্যগুলি কী? বা ছোট গল্পের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

এর উত্তর সম্পন্ন বলা বড় কঠিন, ছোটগল্প নির্দিষ্ট করে কোন সংখ্যা যেমন বলা যায় না তেমনি তার বৈশিষ্ট্যগুলিও নির্দিষ্ট করে ভাগ করা যায় না। 

তবে একটু বিস্তারিত আলোচনায় ছোটগল্প আসলে কী তার মধ্যে কোন কোন গুন থাকে তার একটা পুরোপুরি ধারণা করা সম্ভব।

তাই, আজকের আলোচনায় আমরা ছোটগল্প বলতে আসলে কোন গল্পগুলোকে বলতে পারি তা আলোচনা করব। তারপর এর সম্ভাব্য শ্রেণীবিভাগ করে,  ছোটগল্পের বৈশিষ্ট্য গুলি তুলে ধরার চেষ্টা করব।

ছোটগল্পের সংজ্ঞা :

ছোট গল্প বলতে আকৃতিতে যাকে ছোট বা অল্পসংখ্যক পৃষ্ঠায় লেখা ; যাকে অল্প সময়ের মধ্যে পাঠ করা সম্ভব তাকে কি ছোটগল্প বলা যেতে পারে ?

এ কথা সম্পূর্ণ ঠিক নয় আকৃতিগত ছাড়াও প্রকৃতিগত এবং মনময় গত ভিন্নতার জন্য উপন্যাস থেকে পৃথক শ্রেণীভূক্ত এক সাহিত্য হল ছোটগল্প। শুধুমাত্র আকৃতিতে ছোট নয়, জীবনের কোনো একটি রস বা বিশেষ মুহূর্ত নিবিড় করে যখন লেখকগণ ফুটিয়ে তোলেন তখন এর সার্থকতা।

ছোটগল্প সংজ্ঞা? বলতে কী বোঝায় এর প্রেক্ষাপটে আমরা সবসময়ই রবীন্দ্রনাথের “বর্ষাযাপন” কবিতা কে উল্লেখ করে থাকি ____

“ছোট প্রাণ,ছোট ব্যথা    ছোট ছোট দুঃখ কথা        নিত্যান্তই সহজ সরল

সহস্ত্র বিস্মৃতি রাশি       প্রত্যহ যেতেছে ভাসি

তারি দু- চারিটী অশ্রুজল ।

নাহি বর্ণনার ছট        ঘটনার ঘনঘটা 

নাহি তত্ত্ব নাহি উপদেশ

অন্তরে অতৃপ্তি রবে        সাঙ্গ করি মনে হবে

শেষ হয়েও হইল না শেষ ।”

                রবীন্দ্রনাথের বলা এই কবিতার মধ্যে যে এক প্রকার রচনার কথা উলেখ্য করেছেন, একেই ছোটগল্পের আদর্শ সংজ্ঞা বলে বলা যেতে পারে। যদিও রবীন্দ্রনাথ ছোটগল্পের সংজ্ঞা বলতে গিয়ে এই কবিতাটি লেখেন নি।

তবে যেই রচনায় সামান্য ছোট ছোট দুঃখ-কষ্টের কথা, যেখানে ঘটনার ঘনঘটা নেই তেমন, যেগুলিতে কোনো তথ্য বা উপদেশ থাকে না, কিন্তু এই সামান্য গল্পগুলির জন্য অন্তরে রবে অতৃপ্তি ; শেষ হওয়ার পড়ও মনে হবে শেষ হল না। বারবার পড়েও মনের শান্তি মেটে না যা বারবার আকৃষ্ট করে পাঠকে, একেই ছোটগল্প বলা হয়।

যেমন – বনফুলের “নিমগাছ” গল্পটি একবার পাঠ করে, কোন পাঠকই তার সম্পূর্ণ রস আস্বাদন করতে পারে না তাই বারবার এই গল্পটি আমরা পড়ে থাকি। যতবার পড়ি ততবার যেন নতুন মনে হয়।

তাই আমরা ছোটগল্পের সংজ্ঞা বলতে এককথায় বলতে পারি “আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত, ভাবের দিক থেকে অখন্ড, অনুভূতির দিক থেকে বৈচিত্র্য, সম্পাদনকারী গদ্যে রচিত কাহিনীই হল ছোটগল্প।”

এখন আমরা ছোট গল্পের একটি সংক্ষিপ্ত শ্রেণীবিভাগ করার চেষ্টা করব |

ছোটগল্পের শ্রেণীবিভাগ :-

ছোটগল্পের সংজ্ঞা নির্মাণ করতে যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন তার শ্রেণীবিভাগ করা। তথাপি আমরা ছোটগল্পে বিষয়বস্তুর, ভাবের দিক থেকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করছি।

বলাবাহুল্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিক থেকে একটি গল্প বিভিন্ন শ্রেণীর যোগ্য হতে পারে। তাই এই শ্রেণীবিভাগ বিভিন্ন ধরণের হতে পারে।


প্রেম বিষয়ক ছোট গল্প :

সমস্ত সাহিত্যে প্রেমভাবনা একটি গুরুত্বপূর্ণ উপাদান। ছোটগল্পে প্রেমের বিচিত্র লীলা,  বিচিত্র পরিবেশ, বিচিত্র অবস্থা এমন ভাবে অঙ্কিত হয়েছে যেখানে প্রেমের একটিমাত্র পরিণামের মধ্যে দিয়ে যে ভাব ও দৃষ্টিভঙ্গি ফুটে উঠে পাঠক মহলে তা পাঠককে অদ্ভুত এক আনন্দ প্রদান করে।

যেমন, বঙ্কিমচন্দ্রের ‘রাধারানী’ ও রবীন্দ্রনাথের ‘একরাত্রি’ ‘নষ্টনীড়’ ‘শেষ রাত্রি’ ইত্যাদি।


সামাজিক ছোট গল্প :

এই জাতীয় ছোটগল্পের বিশেষ কোনো সামাজিক পরিবেশের রস মুখ্য হয়ে ওঠে। সমাজে নানা সমস্যা বিশেষত একটি মানুষের জীবনের উপর যে কত ত্রিব্র হয়ে উঠতে পারে, তারই বিচিত্র চিত্র সামাজিক ছোটগল্প লক্ষ্য করা যায়।

যেমন, পণপ্রথা কে অবলম্বন করে রচিত রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’ পাঠ করলে বোঝা যায় সেই পণপ্রথা একজন মানুষের জীবনে কতবার হতে পারে এছাড়া সামাজিক গল্পগুলো শরৎচন্দ্রের মহেশ অভাগীর স্বর্গ ইত্যাদি


প্রকৃতি ও মানুষ :

প্রকৃতির পটভূমিকায় জীবন চিত্রাংকন করা হয় এবং প্রকৃতি মানুষের সুখ-দুঃখের পশ্চাৎপট রূপে ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথের ‘তারাপদ’ ‘অতিথি’ ইত্যাদি উল্লেখযোগ্য


অতিপ্রাকৃত ছোটগল্প :

অতিপ্রাকৃত ছোটগল্পে অতিপ্রাকৃত বা অলৌকিক রহস্য, যা পাঠককে মৃদু শিহরণ ঘটায়।

যেমন, রবীন্দ্রনাথের “ক্ষুধিত পাষাণ”, “নিশিতে”,” সম্পত্তি সম্পন্ন” ইত্যাদি; শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের “মর্কট”, অচিন্ত্য সেন এর “ছায়া” ইত্যাদি।


হাস্যরসাত্মক ছোটগল্প :

এই শ্রেণীভূক্ত গল্পে আখ্যানভাগ বা কাহিনীচিত্র অপেক্ষা হাস্যরস মধুরতা স্পষ্টই, গল্পগুলির মূল উপাদান। পাঠকের মনে হাস্য রস সঞ্চার করে। যেমন, রবীন্দ্রনাথের “অধ্যাপক” রাজশেখর বসুর “ভূষণ্ডির মাঠ” ইত্যাদি।


সাংকেতিক বা প্রতীকী ছোটগল্প :

এই শ্রেণীর ছোটগল্পে পরিবেশকে, ঘটনাকে বা কোনো চরিত্রকে সঠিকভাবে না তুলে ধরে ; অন্য কোন অর্থে, ব্যঞ্জনায় প্রকাশ করা হয়। যেমন রবীন্দ্রনাথের “তাসের দেশ”, “গুপ্তধন”।


ঐতিহাসিক ছোট গল্প :

অতীত ইতিহাসের পটভূমিকায় লিখিত ঐতিহাসিক রোমান্স এই শ্রেণীর অন্তর্ভুক্ত।  শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের “মৃৎ-প্রদীপ”।

এছাড়া ছোটগল্পের উল্লেখযোগ্য শ্রেণীর গুলি হল “গাহস্থ জাতীয় ছোটগল্প” মনস্তাত্ত্বিক ছোটগল্প” ডিটেকটিভ ছোটগল্প”  ইত্যাদি।

উপরোক্ত আলোচনার ভিত্তিতে ছোটগল্পের সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং বিভিন্ন ছোটগল্পের উপর ভিত্তি করে এখন আমরা ছোট গল্পের বৈশিষ্ট্য গুলি আলোচনা করতে পারি।

ছোট গল্পের বৈশিষ্ট্য :-

বাংলা ছোটগল্পের একটি পরিপক্ক, সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বলা যেতে পারে না। তাই কোন কোন বৈশিষ্ট্য সর্বজনগ্রাহ্য নাও হতে পারে।

ছোট গল্পের বৈশিষ্ট্য গুলি –


ছোটগল্পের মূলে থাকে একটি প্লট বা ভাবনা।


ক্ষুদ্র পরিধিতে উচ্চাঙ্গের ভাবে উপস্থাপনের জন্য লেখোকের গণশক্তির সামর্থ্য প্রয়োজন যা ছোটগল্পের অন্যতম বৈশিষ্ট্য।


ব্যঞ্জনাধর্মীতা ছোটগল্পের আরেকটি প্রধান লক্ষণ।


সাধারণত ছোটগল্প হয় এক চরিত্রকেন্দ্রিক।


ছোটগল্পের আর এক বৈশিষ্ট্য হল – নীতি ও সত্য এর অবমাননা।


সংলাপেরে ক্ষেত্রে ছোটগল্প অনেকটাই এড়িয়ে যায়, এখানেই তার অন্যতম বৈশিষ্ট্য ; যা পাঠককে ভাবতে ও রসের সঞ্চার করে।


ছোটগল্পের কাহিনী হয় গতিময়। তীব্র গতিস্রোতে এগিয়ে যায় তার বক্তব্য।


ছোটগল্পের বৈশিষ্ট্য গুলির মধ্যে অন্যতম একটি হলো – ছোটগল্পের কাহিনীর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।


ছোটগল্প এমন এক জায়গায় শুরু হয় এবং এমন এক জায়গায় শেষ হয় যা পাঠকের অন্তরের গভীর অতৃপ্তি লালিত হয় যা ছোটগল্পের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য।

ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য গুলি আলোচনা Bengali PDF 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *